দল হিসেবে কেমন ব্রাজিলের পরতিপক্ষ সার্বিয়া
![দল হিসেবে কেমন ব্রাজিলের পরতিপক্ষ সার্বিয়া](https://www.sportshour24.com/thum/article_images/2022/11/24/sai.jpg&w=315&h=195)
এই লড়াইয়ে কে এগিয়ে? র্যাংকিং, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা, সব বিবেচনাতেই যোজন যোজন এগিয়ে ব্রাজিল। তাই আজকের ম্যাচে পরিষ্কার ফেবারিট তিতের দল।
ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল এখন এক নম্বরে। অন্যদিকে সার্বিয়ার অবস্থান ২১ নম্বরে। দুই দলের মুখোমুখি দেখায়ও পরিষ্কার ব্যবধানে এগিয়ে ব্রাজিল।
সার্বিয়াকে দুইবার মোকাবেলা করেছে ব্রাজিল। সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। ওই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল সেলেসাওরা। আর ২০১৪ সালে প্রথম দেখায় প্রীতি ম্যাচে সার্বিয়াকে হারিয়েছিল ১-০ গোলে।
বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় আনলেও ব্রাজিলের ধারেকাছে নেই সার্বিয়া। ২০০৬ সালে মন্টেনেগ্রো থেকে আলাদা হওয়ার পর একবারও তারা বিশ্বকাপের গ্রুপপর্ব পার হতে পারেনি। অন্যদিকে ব্রাজিল পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২)।
১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপপর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত তারা। বিপরীতে বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে সার্বিয়া।
তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে সার্বিয়াকে একেবারে হালকভাবে নেওয়ার উপায় নেই। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল তারা। পর্তুগাল সরাসরি বিশ্বকাপে আসেনি, এসেছে সার্বিয়া।
বাছাইয়ে নিজেদের গ্রুপে অপরাজিত ছিল সার্বিয়া। বাছাইয়ের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়েই বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। ৮ ম্যাচে ৬ জয়, ২ ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলটি সরাসরি নাম লেখায় বিশ্বকাপে।
ব্রাজিলও অবশ্য বাছাইয়ে অবিশ্বাস্য খেলেই এসেছে। ১৭ ম্যাচে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকিট পায় সেলেসাওরা। বিশ্লেষকরা মনে করছেন, এবার ইতিহাসের অন্যতম সেরা দল নিয়েই হেক্সা মিশনে নামছে হলুদ জার্সিধারীরা।
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেলো দুই টাইগার
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- আহত সারজিস আলম
- ক্যান্সার থেকে মুক্তি পেতে খেতে হবে ৩টি খাবার
- আমি অনেক ভয় পেয়েছিলাম : মিরাজ
- বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো হাসানাত-আমুর বাড়ি
- আইসিসির টি-20 র্যাংকিং প্রকাশ