| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর সৌদি আরব শিবিরে দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২৩ ১৪:৪৯:১৪
আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর সৌদি আরব শিবিরে দুঃসংবাদ

মঙ্গলবার, আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে আঘাত পান শাহরানি। মেসিদের এক আক্রমণ প্রতিহত করতে গিয়ে সতীর্থের সঙ্গে ধাক্কা লাগে তার। সৌদির গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের হাঁটুতে লেগে চোয়ালে আঘাত পান শাহরানি। সঙ্গে মাটিতে নুয়ে পড়েন সৌদির এই ডিফেন্ডার। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

এ ঘটনায় আল-শাহরানির চোয়ালে স্ক্যান করা হয়। স্ক্যানে দেখা গেছে, শাহরানির মুখের বাঁ দিকের একাধিক হাড় ভেঙে গেছে। এদিকে চোয়ালের হাড় ভাঙা ছাড়াও শাহরানির মুখের মধ্যে তীব্র রক্তক্ষরণ হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আল-শাহরানির অস্ত্রোপচার প্রয়োজন।

আল-শাহরানির উন্নত চিকিৎসার জন্য তাকে প্রাইভেট জেটে করে জার্মানিতে নেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।



রে