ম্যাচ হারের পরে বিশ্বকাপ জেতা নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ
![ম্যাচ হারের পরে বিশ্বকাপ জেতা নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ](https://www.sportshour24.com/thum/article_images/2022/11/22/koc.jpg&w=315&h=195)
ম্যাচ হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আজ দুঃখের দিন। তবু দলের ছেলেদের বলেছি, মাথা উঁচু রাখতে। ম্যাচের আগে আমরাই এগিয়ে ছিলাম। ফুটবলে এ রকম হতেই পারে। আজ যেগুলো ঠিক হয়নি, পরের ম্যাচে সেগুলো ঠিক করার লক্ষ্যেই নামব।’
স্কালোনি মেনে নিয়েছেন, সৌদি আরব গোল শোধ করার পরেই খেলা বদলে যায়।
তবে, সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের ওপর থেকে প্রত্যাশার চাপ কমাতে ভিন্ন কথাই বলেছেন মেসিদের কোচ। আগেরদিন বিকালে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ সরাসরি বলে দেন, ‘বিশ্বকাপ জিততেই হবে, এমন তো কোনো কথা নেই! আমরা তো এটার জন্য বাধ্য নই!’
আর্জেন্টিনা কোচ জানিয়ে দেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দেশ, তা আগাম বলা খুব কঠিন। ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কাতার বিশ্বকাপেও তারা ফেবারিট। যদিও গত ৩৬টি বছর এভাবে অনেকবারই ফেবারিটের তকমা নিয়ে খেলতে এসে হতাশা উপহার দিতে হয়েছে তাদেরকে।
‘আর্জেন্টিনার মত একটি জাতীয় দলে আপনি অবশ্যই চাপ অনুভব করবেন। শুধু তাই নয়, কোচ হিসেবে এই চাপটা আমার ওপর আরও বেশি। যদি ফল আমাদের দিকে না যায়, তাহলে আমি জানি কী করতে হবে।’
‘তবে এটাও পরিস্কার করে দিতে চাই, কোন পথে গেলে আমরা ভালো করতে পারি, সেটা আমি পছন্দ বা নির্ধারণ করে দিচ্ছি। তবে, এটাও পরিস্কার করা দরকার যে, যে কোনো পরিস্থিতিই ঘটতে পারে। সুতরাং, আমাদেরকেই বিশ্বকাপ জিততে হবে- এমন কোনো বাধ্য-বাধকতা নেই। এটা এমন নয়। যদি সে সম্পর্কে পুরোপুরি বিশ্বাস করি যে আমিই জিতবো, তাহলে সেটা ভুল।’
তবে, নিজেরা লড়াই করতে চান বলে জানালেন স্কালোনি। তিনি বলেনম, ‘অন্য ভালো দলগুলোর মতো আমরাও লড়াই করতে চাই। আমরা বিশ্বকাপটা উপভোগ করতে চাই। আমরা যে ধরনের খেলা খেলি, তেমনটা খেলতে পারলে আমরা নিজেরা এবং সমর্থকরাও আনন্দিত হবে।’
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- আহত সারজিস আলম
- ক্যান্সার থেকে মুক্তি পেতে খেতে হবে ৩টি খাবার
- আমি অনেক ভয় পেয়েছিলাম : মিরাজ
- বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো হাসানাত-আমুর বাড়ি
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত