| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

অবাক ফুটবল বিশ্বঃ মেসির চিকিৎসক চান আর্জেন্টিনা সব ম্যাচ হারুক

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২২ ১৪:২৩:০৮
অবাক ফুটবল বিশ্বঃ মেসির চিকিৎসক চান আর্জেন্টিনা সব ম্যাচ হারুক

তবে মেসির এত কাছের মানুষটাও চান না, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ভালো কিছু করুক। বরং গ্রুপপর্বের তিন ম্যাচেই যেন আর্জেন্টিনা হারে, এমন ‘অভিশাপ’ দিচ্ছেন মেসির ব্যক্তিগত চিকিৎসক। কেন?

স্পেনে যাওয়ার আগে মেসি তার নিউয়েল ওল্ড বয়েজের জার্সি ডিয়েগোকে উপহার দিয়েছিলেন। সঙ্গে ছিল সুন্দর একটা খুদেবার্তা, ‘ডিয়েগোর জন্য, লিও মেসির পক্ষ থেকে ভালোবাসা।’

এমন সম্পর্ক ছিল যার সাথে, তার সাথে আবার কী হলো? কেন আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাতে পারছেন না স্করাজস্টেন। তবে কি মেসির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে তার? ব্যাপারটা তেমন নয়। এখনও দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক।

তবে স্করাজস্টেনের আর্জেন্টিনার জন্য ‘খারাপ চাওয়া’র উদ্দেশ্য ভিন্ন। 'দ্য টাইমস'-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মেসির চিকিৎসক বলেন, ‘একজন ফুটবল সমর্থক হিসেবে আমি হয়তো চাইতে পারি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। তবে আর্জেন্টিনার একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, আমি চাইব তারা তিন ম্যাচই হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিক। কেন?’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্করাজস্টেন বলেন, ‘আমার মনে হয়, খুব বাজেভাবে পপুলিস্ট এই সরকার আর্জেন্টিনার সাফল্যকে ব্যবহার করবে। যাতে করে অন্য বিষয়গুলো ঢেকে ফেলা যায়। তারা হয়তো মুদ্রার অবমূল্যায়নের ঘোষণা দিতে পারে যেদিন দলটি খেলবে, যখন কেউ সেদিকে মনোনিবেশ করবে না।’

দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমি আমার দেশে নানা ধরনের সমস্যায় জর্জরিত। আর সেটা এখন ভীষণ খারাপ রূপ নিয়েছে। সরকারের তথ্যই বলছে, দরিদ্র না হতে হলে আপনাকে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার আর্জেন্টাইন পেসো (মুদ্রা) উপার্জন করতে হবে। সর্বনিম্ন (মাসিক) মজুরি হলো ৬০ হাজার পেসো। তার মানে যাদের কাজ আছে, তারাও দরিদ্র।’

আর্জেন্টিনার আলবার্তো ফার্নান্দেজের সরকারের অধীনে মুদ্রাস্ফীতি ৮৩ ভাগ ছাড়িয়েছে। ব্যাংক পড়েছে তারল্য সংকটে। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। ফলে সাধারণ জনগণ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।



রে