ম্যাচ শেষে জানা গেল যে কারনে মাথায় আঘাত পাওয়ার পরও প্রথমে মাঠ ছাড়েননি ইরান গোলরক্ষক
ইরানিয়ান গোলরক্ষক আলিরেজা বেইরনাভান্ড নিজ দেশের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান। যে আঘাতের কারণে সঙ্গেই সঙ্গেই মাঠ থেকে উঠে যাওয়ার কথা ছিল। কারণ, খেলাধুলার দুনিয়ায় কনকাশন প্রটোকল চালু রয়েছে। যা বিশ্বকাপেও কার্যকর। মাথার ইনজুরির কারণে আলিরেজার কনকাশন হওয়ার কথা ছিল।
কিন্তু বেশ কিছুক্ষণ ডাক্তারি পরিচর্যার পর আলিরেজা বেইরনাভান্ড জানান যে তিনি খেলতে পারবেন এবং খেলার জন্য প্রস্তুতিও নেন। একটি গোল কিক নেয়ার পরই তিনি আর পারেননি। মাথার ব্যথার কারণে আবারও মাঠে পড়ে যান। পরে স্ট্রেচার এনে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং বদলি গোলরক্ষক মাঠে নামানো হয়।
প্রশ্ন উঠেছে, তাহলে কেন কনকাশন করানো হলো না। কেন আলিরেজা খেলতে মাঠে থেকে গেলেন। কেন এতবড় ঝুঁকি নেয়া হলো মাথার এত বড় একটি ইনজুরি সত্তেও।
এই কেন’র উত্তর খুঁজতে গিয়ে জানা গেলো ফিফার বাজে একটি নিয়মই আলিরেজাকে মাঠ ছাড়তে বাধা দিয়েছে। কোনো খেলোয়াড় খেলার সময় কিংবা অনুশীলনের সময় মাথায় আঘাত পেলে কিংবা কার্ভিক্যাল স্পাইন (মেরুদেন্ডে) আঘাম পেলে তার পরিবর্তে খেলোয়াড় মাঠে নামাতে পারবে।
তবে, এই নিয়মের শুরুতেই বলা আছে, খেলার মাঠে কিংবা অনুশীলনের সময় কোনো খেলোয়াড় মাথার আঘাতে দেখা গেলো ট্রমায় চলে গেছে। তখনেই তাকে কনকাশন করা হবে। অথবা যদি কার্ভিক্যাল স্পাইনেও এমন আঘাত, যেটার কারণে উঠে দাঁড়াতে পারছে না। সে কারণেও কনকাশন করা হবে।
কিন্তু দেখা গেলো আলিরেজা বেইরনাভান্ড উঠে দাঁড়িয়েছেন, হাঁটছেন এবং কথা বলছেন। সুতরাং, ফিফার নির্ধারিত নিয়মেই তখন তিনি মাঠ ছাড়তে পারেন না। মূলতঃ এ কারণেই তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। কিন্তু দেখা গেলো দুই মিনিট পর ঠিকই পরিবর্তন করতে হলো।
সাবেক ইংল্যান্ড ফুটবলার বিবিসির সঙ্গে বিশ্বকাপের ধারাভাষ্য দিতে গিয়ে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেন, ‘আমি দেখতে চাই না সে নিজেকে কিভাবে দাঁড় করিয়েছে। এটা খুবই বিস্ময়কর। ২০২২ সাল এখন এবং আমরা অনেক কিছু নিয়ে অনেক বেশি আলোচনা করি, করছি কনকাশন প্রটোকল নিয়ে। কিন্তু আমরা কিভাবে এতটা স্মৃতি বিভ্রম হয়ে যাচ্ছি একজন খেলোয়াড়ের অবস্থা সম্পর্কে?
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- আহত সারজিস আলম
- ক্যান্সার থেকে মুক্তি পেতে খেতে হবে ৩টি খাবার
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- আমি অনেক ভয় পেয়েছিলাম : মিরাজ
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত