| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

এবার সুখব দিল মেসির দল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২১ ১২:২৩:৫০
এবার সুখব দিল মেসির দল

অবশ্য খুব বেশি সময় অনুশীলনে ছিলেন না মেসি। অন্যদের পরে মাঠে এসে ফিরেও গেছেন সবার আগেই। ওই সময়টুকুতেও বেশ সতর্কতার সঙ্গে 'নড়াচড়া' করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা স্ট্রাইকার। ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খেলার সময় পায়ের পেশীতে চোট পেয়েছিলেন। সেই সমস্যা নিয়েই মাঠে এসেছিলেন গতকাল।

এর আগে বিশ্বকাপ শুরুর আগের দুদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি। একা একা অল্প কিছু সময় অনুশীলন করেই রুমে ফিরে গিয়েছিলেন। আর তাতেই শঙ্কার কালো মেঘ জমেছিল সমর্থকদের মনে।

আর্জেন্টিনার জাতীয় দলের একটি সূত্র জানিয়েছে, মেসি পুরোপুরি সুস্থ আছেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই গতকাল অনুশীলনে সাবধানী ছিলেন তিনি। আগামীকালের ম্যাচে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন তিনি।

আর্জেন্টাইন সমর্থকদের জন্য আরও সুখবর রয়েছে। জুলিয়ান আলভারেজ ও এক্সকুয়েল প্যালাসিওসকেও গতকালের অনুশীলনে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। এছাড়া ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়ে সুস্থ আছেন লিসান্দ্রো মার্টিনেজ এবং পাপু গোমেজও। ম্যাচের যে কোনো সময়ে যে কারও বিকল্প হতে তৈরি আছেন তারাও।



রে