| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

কাতার বনাম ইকুয়েডরঃ প্রথমার্ধ শেষে এগিয়ে যারা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২০ ২২:৫৫:১০
কাতার বনাম ইকুয়েডরঃ প্রথমার্ধ শেষে এগিয়ে যারা

দোহার আল বায়াত স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে গোল হজম করে কাতার। ইকুয়েডরকে এগিয়ে দেয় দলটির অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া।

ম্যাচে অবশ্য কাতার ফাউল করেই গোল হজম করেছে। ইকুয়েডরের ফুটবলারদের আক্রমণে শুরু থেকে দিশেহারা ছিল কাতার।

ম্যাচের ১৫তম মিনিটে লা ট্রির অধিনায়ক ভ্যালেন্সিয়া বল নিয়ে ডি বক্সে ঢুকে গেলে কাতারের গোলরক্ষক সাদ আল শিব তাকে ফাউল করে ফেলে দেন। ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

সেখান থেকে গোল করতে কোনও ভুলই করেননি ইকুয়েডরের অধিনায়ক। এর আগে ম্যাচের ৫ম মিনিটে একবার বল জালে জড়িয়েছিল ইকুয়েডর।

তবে এনের ভ্যালেন্সিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবক্ষেত্রেই এগিয়ে আছে ইকুয়েডর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ ফলাফলঃ ৪৫ মিনিট শেষে কাতার- ০, ইকুয়েডর- ২



রে