| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

চরম উত্তেজনাঃ বাতিল বিশ্বকাপের প্রথম গোল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২০ ২২:২০:৫০
চরম উত্তেজনাঃ বাতিল বিশ্বকাপের প্রথম গোল

দোহার আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। যেখানে ম্যাচের শুরুতে স্বাগতিক কাতারের জালে বল জড়িয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর। কিন্তু ভিআরে চেক করে গোলটি বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৫ম মিনিটের মাথায় কাতারের অর্ধে ফ্রি কিক পায় লা ট্রিরা। সেখান থেকে ডি বক্সের জটলা থেকে বল পেয়ে যান ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। সেখান থেকে হেডে বল জালেও জড়ান এই ফুটবলার।

এরপর উদযাপনও শুরু করেন ইকুয়েডরের ফুটবলাররা। তবে রেফারি আরও নিশ্চিত হতে ভিএআরের আশ্রয় নেন। সেখান থেকে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন তিনি।



রে