| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ভারতের আসল সমস্যা খুজে পেল অশ্বিন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ নভেম্বর ২০ ১৪:০৮:৪০
ভারতের আসল সমস্যা খুজে পেল অশ্বিন

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরে পা রেখেছিল ভারত। এরপর সুপার টুয়েলভে শুধুমাত্র সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে। বাকি সবগুলো ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে রোহিত শর্মার দল।

এমন পারফরম্যান্সের পর সেম-ফাইনালে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল ভারত। কিন্তু সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ছন্নছাড়া পুরো দল। ভারতের এলোমেলো বোলিংয়ে কারণে ব্যাট হাতে তাদের শাসন করেছেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস। দুই ওপেনার মিলেই ম্যাচ শেষ করে এসেছেন।

ইংল্যান্ডের দুই ওপেনার যেখানে পুরো ম্যাচ শেষ করে এসেছে, সেই একই উইকেটে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ভারতীয় টপ অর্ডার। রাহুল দ্রুত সাজঘরে ফেরার পর খুব একটা সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব। যার ফলে পাওয়ারপ্লে বেশ ভুগেছে দল।

অশ্বিন বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে ব্যবধান খুবই কম থাকে। আপনি এক বলে বা এক রানে হারতে পারেন। কখনও কখনও আমরা পাওয়ারপ্লে চলাকালীনই হেরে যেতে পারি। পাওয়ারপ্লেতে আমরা যদি ৩০ রান করি, যেখানে প্রতিপক্ষ ৬০ রান করবে। তাহলে খেলা এখানেই শেষ।'

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারত শুরুতে খুব একটা রান তুলতে না পারার বড় কারণ ছিল দুই ওপেনারের অফফর্ম। রোহিত শেষ দিকে এসে ফেরার আভাস দিলেও বড় দলের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থ ছিলেন রাহুল।



রে