বিশ্বকাপের আগে দল থেকে ছিটকে গেল সেনেগালের তারকা ফুটবলার
![বিশ্বকাপের আগে দল থেকে ছিটকে গেল সেনেগালের তারকা ফুটবলার](https://www.sportshour24.com/thum/article_images/2022/11/09/taroka-foot.jpg&w=315&h=195)
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগেলসম্যান সেনেগালের স্ট্রাইকারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সে টিবিয়ার ওপরের অংশে চোট পেয়েছে, যা সব সময় অস্বস্তিতে রাখে। খারাপ কিছু হয়েছে কি না, তা জানার জন্য তাঁর পায়ে এক্স-রের দরকার আছে। সে যেখানে আঘাত পেয়েছে, তা সাধারণত সহজেই ভেঙে যায়। আশা করি গুরুতরও কিছু হয়নি।’
প্রতি চার বছর পর পর বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়। এই মঞ্চেই পারফর্ম করতে মুখিয়ে থাকেন সব খেলোয়াড়রা। কিন্তু বিশ্বকাপের এতো কাছে এসে যেকোনো চোটই উদ্বেগের কারণ হওয়াটাই স্বাভাবিক। আবার মানের চোটটি যেহেতু টিবিয়ার (জঙ্ঘাস্থি) ওপরে হয়েছে, যা সহজেই ভেঙে যাওয়ার পর্যায়ে থাকে। তাই কপালে চিন্তার ভাঁজ বেড়েছে সেনেগাল শিবিরে।
গত ফেব্রুয়ারিতে মিশরকে হারিয়ে আফ্রিকা নেশনস কাপের শিরোপা জেতে সেনেগাল। দলের এমন অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মানে। আবারও পরের মাসে বিশ্বকাপ বাছাই পর্বে মোহাম্মদ সালাহর দলকে হারিয়ে দলকে কাতার বিশ্বকাপের মঞ্চে আনতে বড় ভূমিকা পালন করেন সাবেক এই লিভারপুল তারকা। বিশ্বকাপে তাকে ঘিরেই ভালো কিছু করার প্রস্তুতি নিচ্ছে সেনেগাল। কিন্তু তার এই চোট দুশ্চিন্তায় ফেলল সেনেগালকে।
এদিকে ইউরোপের গণমাধ্যমগুলো জানিয়েছে, ভেরডার ব্রেমেনের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের ম্যাচে হওয়া ইনজুরি বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে সেনেগালের বিশ্বকাপ স্বপ্নের প্রাণভোমরাকে।
লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলের সাবেক এই তারকা ফুটবলারের টেন্ডন ছিঁড়ে গেছে। হাঁটুর এই ইনজুরি থেকে মানের সেরে উঠতে প্রয়োজন হবে বেশ কয়েক সপ্তাহ। তাই সেনেগালের হয়ে বিশ্বকাপ মিশনে যাওয়ার সম্ভাবনা আর নেই মানের। এর মাধ্যমেই নেদারল্যান্ডস, ইকুয়েডর এবং স্বাগতিক কাতারের গ্রুপে থাকা সেনেগাল খেলো বিশাল ধাক্কা।
মানের চোটের রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন। ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার সার্জ নাব্রি। তাঁর তিন গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা ও ম্যাথিয়েস টেল। আর ব্রেমেনের একমাত্র গোলটি করেছেন অ্যান্থোনি জং।
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- আহত সারজিস আলম