| ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ম্যারাডোনার হাত দিয়ে করা গোলের সেই বল নিলামে, জেনে নিন মূল্য

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ অক্টোবর ১৪ ২১:০৬:২৫
ম্যারাডোনার হাত দিয়ে করা গোলের সেই বল নিলামে, জেনে নিন মূল্য

‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি যে বল দিয়ে করেছিলেন সেই বল নিলামে তোলা হচ্ছে। আসছে নভেম্বরে বলটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আলী বিন নাসের। তিনি পেশায় ছিলেন রেফারি। তিউনিশিয়ার এই রেফারিই সেই ম্যাচে ইংল্যান্ড-আর্জেন্টিনার বিখ্যাত কোয়ার্টার ফাইনালটি পরিচালনা করেছিলেন।

তার চোখ এড়িয়েই হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা। লম্বা সময় বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন তিউনিশিয়ার নাসের। তবে এবার সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে আড়াই থেকে তিন মিলিয়ন পাউন্ডে বিক্রি করা যাবে বলটি। ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটি নিলামে তোলা নিয়ে আলী বিন নাসের বলেন,

‘বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। বলটিকে পৃথিবীর সামনে তুলে ধরার এটিই সঠিক সময় বলে মনে করছি। আমি আশা করি, ক্রেতা এই বলটিকে জনসাধারণের সামনে তুলে ধরার ব্যবস্থা করবেন।’

কেবল সেই বল নয় এই তিউনিশিয়ান রেফারির কাছে ম্যারাডোনার স্বাক্ষরকৃত জার্সিও রয়েছেন। সেগুলোও সামনে নিলামে তুলবেন তিনি। তিউনিশিয়ান আলী বিন নাসেরের পরিচালিত সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোল ব্যবধানে জয়লাভ করেছিল। ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের পর ম্যারাডোনা সেই ম্যাচে ‘গোল অব দ্য সেঞ্চুরি’-ও উপহার দিয়েছিলেন দর্শকদের।

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

বাড়লো বিপিএলের প্রাইজমানি

বাড়লো বিপিএলের প্রাইজমানি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে পুরস্কারের পরিমাণ আরও বেড়েছে। গতবার চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি ...



রে