| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কোন পথে মেসিদের ভবিষ্যত,কি আছে কপালে?

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ অক্টোবর ২৮ ১৬:৫১:৫৭
কোন পথে মেসিদের ভবিষ্যত,কি আছে কপালে?

অবধারিতভাবে প্রশ্ন তৈরি হয়েছে চ্যাম্পিয়নস লিগ নিয়েও। হওয়াটাও স্বাভাবিক। স্পেনের শীর্ষ তিন দলের একটি হিসেবে এই লিগে খেলছে বার্সা। এখন স্পেন থেকেই প্রদেশটি যদি আলাদা হয় যায়, তাহলে ক্লাবটির কী হবে?

এমন অসংখ্য প্রশ্নের জবাবে কাতালান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আন্দ্রিউ সুবিয়েস যে বক্তব্য দিয়েছেন তাতে সাময়িকভাবে আশ্বস্ত হতে পারেন বার্সা-ভক্তরা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে তিনি বলেন, স্বাধীনতা অর্জিত হলেও লা লিগাতেই থাকবে বার্সেলোনা। এতে হুমকির কিছু নেই।

এর আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পরিচালক পর্ষদের অন্যতম সদস্য ছিলেন সুবিয়েস। দক্ষতার সঙ্গেই সেই দায়িত্ব পালন করেন তিনি। সংস্থাটির সবকিছুই তার নখদর্পণে। সেই সূত্রে স্প্যানিশ লিগে বার্সার থেকে যাওয়া নিয়ে এই বিচক্ষণ ফুটবল ব্যক্তিত্ব আশাবাদী হলেও পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করতে পারে!

যেহেতু কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, সেহেতু অটোমেটিকভাবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে রাজ্যটির ফুটবল ফেডারেশন। স্বাভাবিকভাবে প্রদেশটির বার্সেলোনা, এস্প্যানিওল, জিরোনা, রেউসের মতো ক্লাবগুলোর আরএফইএফের অধীনে খেলতে সমস্যা হবে।

তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না সুবিয়েস। সততার সঙ্গে বললেন, আশা করছি; সেরকম কিছু ঘটবে না। আমরা আরএফইএফের সঙ্গেই থাকতে চাই। এটা রাজনীতি নয়, ফুটবল। এতে বহু ব্যক্তিমালিকানাধীন ক্লাবের স্বার্থ জড়িত। আমাদের তা রক্ষা করতে হবে। অন্তত এ মৌসুমের জন্য হলেও। পরে এর সমাধানের পথ খুঁজে বের করতে হবে। দরকারে দায়িত্বশীল ব্যক্তিরা নতুন আইন প্রণয়ন করবেন।

স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, কাতালোনিয়ার ক্লাবগুলো চাইলেই অন্য কোনো লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অন্য লিগে খেলতে হলে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আরএফইএফ থেকে ছাড়পত্র পেতে হবে। অন্য ফেডারেশনের অধীনে খেলতে হলে ফিফার অনুমোদনও লাগবে।

যেহেতু কাতালোনিয়ার বিশ্ব স্বীকৃতি নেই, সেহেতু অন্য কোনো লিগে বার্সেলোনার খেলা এখনই সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কাতালানদের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থারও অনুমতি লাগবে।

তবে লা লিগায় বার্সেলোনার বা এস্প্যানিওলের থেকে যাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে স্প্যানিশ ক্রীড়া আইন। সেই আইন অনুযায়ী, একমাত্র অ্যান্ডোরা ছাড়া অন্য দেশের কোনো দলের স্প্যানিশ লিগে খেলার অনুমতি নেই। স্পেন সরকারও সেই আইনে রদবদলের পক্ষে নয়। এই অবস্থানে সরকার অনড় থাকলে স্পেনের যেকোনো প্রতিযোগিতায় কাতালানরা অংশ নিতে পারবে না। তাই শেষ পর্যন্ত স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা, না খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

শুরুতেই ২ উইকেট তুলে নিলো হাসান মাহমুদ, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিন শুরুতেই দারুণ বোলিং নৈপুণ্যে আলো ছড়িয়েছেন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে