| ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

৫ গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলার ম্যাচ দেখল ফুটবল বিশ্ব, জেনে নিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ অক্টোবর ১০ ১০:১৪:৫৩
৫ গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলার ম্যাচ দেখল ফুটবল বিশ্ব, জেনে নিন ফলাফল

এমিরেটস স্টেডিয়ামে রোববার রাতে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। শুরুতেই গাব্রিয়েল মার্তিনেলির গোলে এগিয়ে যাওয়ার পর আর্সেনালের পরের গোল দুটি করেন বুকায়ো সাকা। লিভারপুলের দুই গোলদাতা ডারউইন নুনেস ও রবের্তো ফিরমিনো।

এই জয়ের পর ৯ ম্যাচের ৮টিতেই জিতে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানটি দখলে নিয়েছে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। লিভারপুল দশ নম্বরে।

ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। সবচেয়ে বড় কথা তাদের আক্রমণগুলো ছিল গোছানো। ১১ শটের ৭টিই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। অন্যদিকে লিভারপুলের ৮ শটের মাত্র ৩টি ছিল লক্ষ্যে।

ম্যাচ শুরু হতে না হতেই উল্লাস আর্সেনাল শিবিরে। ৫৭ সেকেন্ড তখন মাত্র। মাঝমাঠ থেকে বল পায়ে বুকায়ো সাকা অনেকটা এগিয়ে বাঁ দিকে পাস দেন মার্টিন ওডেগোরকে, তিনি বাড়ান ডি-বক্সে। ছুটে গিয়ে কোনাকুনি শটে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেলি (১-০)।

গোল হজম করে তা শোধ করতে মরিয়া হয়ে উঠে লিভারপুল। অবশেষে ৩৪ মিনিটে দলকে সমতায় ফেরান নুনেস। লুইস দিয়াসের বক্সে বাড়ানো বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড (১-১)।

প্রথমার্ধের পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দারুণ ক্রস বাড়ান মার্তিনেলি। গোলরক্ষক আগেই এগিয়ে যাওয়ায় কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান সাকা (২-১)।

বিরতির আগে দিয়াস চোট পেয়ে মাঠ ছাড়লে ফিরমিনোকে নামান লিভারপুল কোচ জার্গেন ক্লপ। বদলি নেমে ৫৩ মিনিটে দিয়োগো জটার পাস থেকে সমতা টানেন তিনি (২-২)।

৭৪ মিনিটে বড় ভুল করে বসে লিভারপুল। বক্সের মধ্যে হেসুসকে ফেলে দেন জটা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ৩-২ ব্যবধানে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দিয়েছে পার্থক্য। জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

বাড়লো বিপিএলের প্রাইজমানি

বাড়লো বিপিএলের প্রাইজমানি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে পুরস্কারের পরিমাণ আরও বেড়েছে। গতবার চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি ...



রে