শেষ হল দুই হালি গোলের ম্যাচ, জেনে নিন ফলাফল
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে একচেটিয়া দাপট নিয়েই খেললো ইয়েমেন। ভুটানের জালে গুনে গুনে ৮ গোল দিয়ে বড় ব্যবধানের জয় নিয়ে মিশন শুরু করলো 'ই' গ্রুপের ফেবারিট দলটি।
ইয়েমেন প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়েছিল। শুরু থেকেই আক্রমনাত্মক ছিল ইয়েমেনের কিশোর ফুটবলাররা। ভুটানের কৌশল ছিল প্রতি আক্রমণের; কিন্তু পাহাড়ী দেশটির কোন কৌশলই কাজে আসেনি। একটার পর একটা গোল খেয়ে বিধ্বস্ত হয়ে পড়ে ভুটানের কিশোররা। বল দখলে বেশিরভাগর সময়ই ছিল ইয়েমেন। সময় গড়ানোর সঙ্গে তছনছ হতে থাকে ভুটানের রক্ষণভাগ।
তবে প্রথমার্ধে ভুটান যতটা বাজে খেলেছে, দ্বিতীয়ার্ধে ততটা নয়। ৫ গোলে এগিয়ে থাকা ইয়েমেন দ্বিতীয়ার্ধে ততটা আগ্রাসীও ছিল না। যে কারণে, কয়েকবার ইয়েমেনের বক্সে ঢুকতে পেরেছিল ভুটান।
১১ মিনিটে গোলের খাতা খোলে ইয়েমেন। মাঝমাঠ থেকে ওয়াহিব নোমান উঁচু লব ফেলেন ভুটানের বক্সের ভেতরে। ভুটান গোলরক্ষক সোনাম তেনজিন ও সতীর্থ ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝিতে বল পান ইয়েমেনের আবদুল রহমান আবদুল্লাহ। পোস্ট ফাঁকা পেয়ে যান তিনি। দেখে শুনে বল ঠেলে দেন জালে।
১৭ মিনিটে আদেল আব্বাস কাশেমের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইয়েমেন। ২২ মিনিটে কর্নার থেকে খালেদ গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইয়েমেন। ৪১ মিনিটে আবদুল রহমান আবদুল্লাহ ক্রসে আল-খাদির ডাইভিং হেডে গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ওয়াহিব নোমান করেন দলের পঞ্চম গোল।
ভুটানকে নাচিয়ে একের পর এক আক্রমন করতে থাকে ইয়েমেন। ৬১ মিনিটে ডান প্রান্ত থেকে ভুটানের বক্সের ভেতরে আল খাদেরের ক্রসে হেডে গোল করেন বদলী ফরোয়ার্ড আমির আলব্রয়ানি। ৭৪ মিনিটে সপ্ত গোল করেন আনোয়ার। ভুটানের জালে ম্যাচের শেষ গোলটি করেছেন আল-গুয়ামি ৮৫ মিনিটে।
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- আহত সারজিস আলম