| ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

দুর্দান্ত লড়াইয়ের পরেও টানা চার ম্যাচ জয়হীন বায়ার্ন মিউনিখ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ সেপ্টেম্বর ১৮ ১১:০৪:০২
দুর্দান্ত লড়াইয়ের পরেও টানা চার ম্যাচ জয়হীন বায়ার্ন মিউনিখ

সবশেষ শনিবার রাতে অগসবার্গের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে গেছে বায়ার্ন। এর আগে মনশেনগ্ল্যাডব্যাখ, ইউনিয়ন বার্লিন ও স্টুটগার্টের সঙ্গে ড্র করেছিল নাগেলসম্যানের শিষ্যরা। টানা চার ম্যাচ জয়হীন থেকে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে বায়ার্ন।

অথচ অগসবার্গকে হারাতে পারলেই বায়ার্নের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। পুরো ম্যাচে দাপুটে ফুটবলই খেলেছে তারা। ম্যাচের প্রায় ৭৭ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। একটিও সফল হয়নি।

অন্যদিকে বায়ার্নের আক্রমণ সামাল দিতে দিতে পাল্টা আক্রমণও কম করেনি অগসবার্গ। যার সুফল তারা পেয়ে যায় ৫৯ মিনিটে। প্রায় মাঝ মাঠ থেকে উড়ে আসা ফ্রি-কিকে নিজের হাঁটু দিয়ে বল জালে প্রবেশ করান অগসবার্গের স্ট্রাইকার মারজিম বেরিশা।

কোনোমতে পরাজয় এড়ানোর লক্ষ্যে ম্যাচের একদম শেষ মিনিটে গোলবার ছেড়ে আক্রমণে চলে আসেন ম্যানুয়েল নয়্যার। কর্নার থেকে আসা বলে নিখুঁত এক হেডও করেন তিনি। কিন্তু অগসবার্গের গোলরক্ষকের দৃঢ়তায় সেটিও জালে প্রবেশ করেনি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

এই হারের পর বায়ার্ন তারকা মুলারের কণ্ঠে শোনা যায় হতাশা, 'চার ম্যাচে জয় না পাওয়া- আমরা স্তম্ভিত ও বিব্রত। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় নিয়ে আমি কথা বলতে পারি না। সত্যিই যদি ম্যাচটি বিশ্লেষণ করেন, তাহলে যতগুলো সুযোগ আমরা তৈরি করেছি, আমরা জয়ী হতে পারতাম।'

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

বিপিএল ফাইনালসহ টিভিতে আজকের সকল খেলার সময়

বিপিএল ফাইনালসহ টিভিতে আজকের সকল খেলার সময়

বিশ্ব ক্রীড়াঙ্গনে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনালে আজ ...



রে