| ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

দুর্দান্ত লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল বার্সেলোনার ম্যাচ, জেনে নিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ সেপ্টেম্বর ০৪ ১০:৩৪:১৯
দুর্দান্ত লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল বার্সেলোনার ম্যাচ, জেনে নিন ফলাফল

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বার্সার পক্ষে একটি করে গোল করেন রবার্ট লেভানদোস্কি, রাফিনহা ও এরিক গার্সিয়া। জোড়া অ্যাসিস্ট করেন জুলেস কৌন্দে।

চতুর্থ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় সেভিয়া। সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর পাস খুঁজে পায় সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিটিচকে। গোলরক্ষককে পরাস্তও করেন তিনি। তবে গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

১৯তম মিনিটে দারুণ সেভে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। ইসকোর পাসে ইউসেফ এন-নেসিরির শট ফিরিয়ে দেন তিনি।

দুই মিনিট পরই দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। উসমান ডেম্বেলে বক্সে খুঁজে নেন লেভানদোস্কিকে। আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে পোলিশ তারকার চিপ গোললাইন থেকে ফেরান মিডফিল্ডার ফের্নান্দো। কাছেই থাকা রাফিনহা হেডে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল করেন।

৩৬তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোস্কি। এই মৌসুমে সেভিয়া থেকে কাম্প ন্যুতে আসা ফরাসি ডিফেন্ডার কৌন্দের ডান দিক থেকে বাড়ানো ক্রস বক্সের ভেতর বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে স্কোরলাইন হয় ৩-০। ডান দিক থেকে রাফিনহার ক্রস দূরের পোস্টে পেয়ে হেড পাস দেন কৌন্দে। বাকিটা সারেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়া।

৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। গত আসরে অনেকটা সময় পর্যন্ত শিরোপা লড়াইয়ে থাকা সেভিয়া এবার প্রথম চার ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে।

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

আজ ফাইনালে চিটাগাংয়ের সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম

আজ ফাইনালে চিটাগাংয়ের সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। আজ ...



রে