| ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

গোল বন্যায় শেষ হলো নেইমার-এমবাপে-মেসিদের ম্যাচ, জেনে নিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ সেপ্টেম্বর ০১ ১০:৫৬:০৫
গোল বন্যায় শেষ হলো নেইমার-এমবাপে-মেসিদের ম্যাচ, জেনে নিন ফলাফল

তোলৌসের বিপক্ষে গোল করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসিও। তবুও প্রতিপক্ষ গোলরক্ষক ম্যাক্সিম ডুপে দেয়াল হয়ে দাঁড়ানোয় হয়নি। যে কারণে তোলৌসের মাঠে নিখাদ প্লে-মেকারের ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন তারকাকে। তাতেই গোল পেলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে।

তোলৌসের মাঠে পিএসজির ৩-০ গোলের এই জয়ে নেইমার ও এমবাপেকে দিয়ে গোল করিয়েছেন মেসি। পিএসজি সমর্থকদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! ৩৭তম মিনিটে তাঁর থ্রু পাস থেকে গোল করেন নেইমার।

৫০তম মিনিটে এমবাপেকে দেওয়া পাসটি আরও সুন্দর। বাম দিক থেকে বাতাসে ভাসানো দুরপাল্লার পাস দেন মেসি। দৌড় শুরু করা এমবাপে ঠিক পাশেই গিয়ে পড়ে বল। ছুটন্ত অবস্থায় গোল করেন ফরাসি তারকা।

চলতি মৌসুমের ৫ ম্যাচ খেলা মেসি কতটা ভালো ফর্মে আছেন, তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। ৩ গোল করার পাশাপাশি গোল বানিয়েছেন ৪টি।

যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান বার্নাট। কাছ থেকে নিচু শটে গোল করেন এই ব্রাজিলিয়ান।

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং

ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে চিটাগাং কিংসকে জয় এনে দিয়েছিলের ...



রে