| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

শেষ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্বের ড্র, দেখে নিন মেসি নেইমারদের প্রতিপক্ষ যারা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ আগস্ট ২৬ ১১:১৮:১৪
শেষ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্বের ড্র, দেখে নিন মেসি নেইমারদের প্রতিপক্ষ যারা

এবারের আসরের গ্রুপ পর্বে প্যারিসের ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফাকে। ড্রয়ের জন্য চারটি পট নির্ধারণ হয়েছিল।

ইউরোপের শীর্ষ ছয়টি লিগের চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাধারী ছিল এক নম্বর পটে। রিয়াল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা- দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ায় এই পটে জায়গা পেয়েছে ডাচ লিগের সেরা আয়াক্স। দুই থেকে চার নম্বর পট নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিং মেনে।

৬ ও ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার শুরু হবে গ্রুপের প্রথম ধাপ। গ্রুপ পর্বের খেলা হবে মোট ছয় সপ্তাহ। শেষ ধাপ হবে ১ ও ৯ নভেম্বর মঙ্গলবার ও বুধবার।



রে