| ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

০৫ মিনিটের ঝড়ে লিডসের সামনে চেলসির অসহয় আত্মসমর্পণ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ আগস্ট ২১ ২৩:২৩:২০
০৫ মিনিটের ঝড়ে লিডসের সামনে চেলসির অসহয় আত্মসমর্পণ

ঘটনাবহুল আগের ম্যাচে প্রতিপক্ষের ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কন্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শাস্তি ও জরিমানার শিকার হয়েছেন চেলসির জার্মান কোচ টমাস টুখেল। ম্যাচ শেষে দেখেছিলেন লালকার্ড। সাসপেন্ড হয়েছেন এক ম্যাচের জন্য। যদিও বিশেষ শর্তে তিনি লিডসের বিরুদ্ধে এই ম্যাচের ডাগআউটে ছিলেন।

ম্যাচের ফলাফলের যে চিত্র সেটা কিন্তু অন্যরকমও হতে পারতো। ম্যাচের প্রথম ২০ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো টমাস টুখেলের শিষ্যরা।

প্রথম মিনিটেই সহজ সুযোগটি এসেছিল চেলসির সামনে। বক্সের মধ্যে থেকে রাহিম স্টার্লিং যে শট নিয়েছিলেন সেটা বাইরে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে। পরে ওই রাহিম স্টার্লিংই একবার লিডসের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু বল জালে পাঠানোর আগে স্টার্লিং ছিলেন অফসাইডে।

যে গোলটিতে এগিয়ে যায় লিডস, তা চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেনডির বোকামিতে। ৩৩ মিনিটে একটি ব্যাকপাস ছিল। প্রথমবারই ক্লিয়ার করতে পারতেন এই সেনেগালিজ গোলরক্ষক। কিন্তু সময়ক্ষেপন করায় তার কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার অ্যারনসন।

ব্যবধান দ্বিগুন করতে বেশি সময় নেয়নি লিডস ইউনাইটেড। ৩৭ মিনিটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো মাচাদো। ফ্রি-কিক থেকে আসা বলে মাথার দারুণ সংযোগে বল জালে পাঠিয়েন রদ্রিগো। গোলরক্ষক মেনডির কিছুই করার ছিল না।

পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল- এই ঝড়টাই বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে দেয় চেলসিকে। ২-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা লিডস লিড বাড়িয়ে ৩-০ করে ৬৯ মিনিটে। একাদশে খেলা একমাত্র ইংলিশ ফুটবলার হ্যারিসনের ওই গোলের পরই জয়ের আনন্দের বাতাস বইতে থাকে লিডস ইউনাইটেডের ডাগআউটে।

৩ ম্যাচে দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে লিডস উঠে গেলো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। প্রথম হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে নেমে গোলো ব্লুজরা।

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

আজ ফাইনালে চিটাগাংয়ের সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম

আজ ফাইনালে চিটাগাংয়ের সমর্থন করতে বললেন বরিশালের অধিনায়ক তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। আজ ...



রে