চরম উত্তেজনায় শেষ হলো রিয়াল মাদ্রিদ-আলমেরিয়ার ম্যাচ, দেখে নিন ফলাফল
প্রথম অর্ধ শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। দলের জয়ে গোল দুইটি করেছেন লুকাস ভাস্কুয়েজ ও ডেভিড আলাবা। করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।
রোববার রাতে আলমেরিয়ার মাঠে ম্যাচটি খেলতে নামার আগে গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে গার্ড অব অনার পায় রিয়াল মাদ্রিদ। তবে খেলা শুরুর পর আর কোনো সৌজন্যতার ধাঁর ধারেনি স্বাগতিক ক্লাবটি। ম্যাচের ৬ মিনিটেই আলমেরিয়াকে এগিয়ে দেন লার্জি রামাজানি।
এই এক গোল শোধ করার জন্য রীতিমতো হাপিত্যেশ করতে হয়েছে রিয়ালকে। একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিলেন না বেনজেমা, ভিনিসিয়াস, ভালভার্দেরা। আলমেরিয়ার গোলরক্ষক ফার্নান্দো মার্টিনেজের সামনে খাবি খেয়ে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬১ মিনিটের মাথায় অবশেষে সমতাসূচক গোলটি করেন ভাস্কুয়েজ। আক্রমণের শুরুতে ভিনিসিয়াসের চেষ্টা প্রতিহত করেন ফার্নান্দো। ফিরতি বল পেয়ে ভাস্কুয়েজকে দেন বেনজেমা। সেই বল ধরে বাম পায়ের জোরালো শটে গোল করেন ভাস্কুয়েজ।
সমতা ফেরানোর পর ৭৪ মিনিটে ফারল্যান্ড মেন্ডির বদলে ডেভিড আলাবাকে নামান আনচেলত্তি। পরের মিনিটেই দলের জয়সূচক গোলটি করেন আলাবা। মাঠে নেমেই দারুণ এক ফ্রি-কিকে রিয়ালের জয়টিও নিশ্চিত করেন অস্ট্রিয়ার ৩০ বছর বয়সী এ মিডফিল্ডার।
পুরো ম্যাচে গোলের জন্য অন্তত ২৯টি শট করে রিয়াল। যার মধ্যে ১৫টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু বারবার আলমেরিয়ার রক্ষণে প্রতিহত হয় তাদের আক্রমণ। পুরো ম্যাচজুড়ে বেশ কিছু সহজ সুযোগও হাতছাড়া করেন বেনজেমা-ভিনিসিয়াসরা। যা জয়ের ব্যবধান বড় হতে দেয়নি।
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে ফেসবুকে পোষ্ট করলেন : আসিফ মাহমুদ
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ১৪৪ ধারা জারি
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- দাম কমলো দুইটি জনপ্রিয় মোটরসাইকেলের
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ