ফুটবল বিশ্বকে চমক দিয়ে মেসি-নেইমারদের নতুন কোচর নাম ঘোষণা
![ফুটবল বিশ্বকে চমক দিয়ে মেসি-নেইমারদের নতুন কোচর নাম ঘোষণা](https://www.sportshour24.com/thum/article_images/2022/07/06/mesi-neimar.jpg&w=315&h=195)
গত কিছুদিন ধরেই এই গুঞ্জন চলছিল। সেটা ঘটে যাওয়ার পরেই ফরাসি ক্লাবের দায়িত্ব নিলেন ক্রিস্তফ গালতিয়ে।
ফুটবল বিশ্বের অন্যতম দেশ ফ্রান্সের আর একটি ক্লাব নিসের প্রাক্তন কোচ ছিলেন গালতিয়ের। আগামি দুই মরসুমের জন্য তাঁর সঙ্গে তার সঙ্গে পিএসজি-র চুক্তি হয়েছে। কোন একটা সময় রিয়াল মাদ্রিদের প্রাক্তন হেড কোচ জিনেদিন জিদানের নাম শোনা গিয়েছিল পিএসজি-র বস হিসেবে। তবে সেটা বাস্তবায়িত হয়নি।
গালতিয়েরের দলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ানের সফলতম মেসি-নাই নেইমারের দল পিএসজি। ৫৫ বছর বয়সি গালতিয়ে খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডার হিসেবে খেলতেন। কোচ হিসেবে ফরাসি ফুটবলে আগেই নিসের কোচ হিসেবে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন তিনি। কোচিং কেরিয়ার তিনি শুরু করেন সহকারী কোচ হিসেবে। ১৯৯৯- ০৯ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে সাঁত এতিয়েনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান। তাঁর কোচিংয়ে ক্লাবটি ৩২ বছর পরে ২০১৩ সালে ফরাসি লিগ কাপ জিতে শিরোপার খরা কাটায়। তাদেরকে ফেরান ইউরোপিয়ান প্রতিযোগিতায়।
২০১৭ সালে তিনি দায়িত্ব নেন লিলের। ২০১৯ সালে লিগ ওয়ানে রানার্সআপ হয় লিল। পরের বছর তারা লিগ শেষ করে চতুর্থ স্থানে থেকে। ২০২১ সালে লিগা ওয়ানের শিরোপা জেতে দলটি। ২০২১-২২ মরসুম শুরুর আগে নিসের দায়িত্ব নেওয়া গালতিয়ে গত ২৭ জুন সরে দাঁড়ান। তাঁর কোচিংয়ে গত মরসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তবে পরবর্তীতে দল লিগ ওয়ান শেষ করে পঞ্চম স্থানে। পচেত্তিনোর কোচিংয়ে গত মরসুমে লিগা ওয়ানের শিরোপা জিতলেও তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় শেষ ১৬'তে রিয়াল মাদ্রিদের কাছে হেরে। ফলে চুক্তির মেয়াদ শেষের এক বছর বাকি থাকতে প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হল।
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে ফেসবুকে পোষ্ট করলেন : আসিফ মাহমুদ
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- ১৪৪ ধারা জারি
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- দাম কমলো দুইটি জনপ্রিয় মোটরসাইকেলের
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- আবারও বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট
- ধানমণ্ডি ৩২-এ গরু নিয়ে আসা হলো