সব জল্পনা কল্পনা শেষে লিভারপুলের সঙ্গে নতুন এক চুক্তি করলেন সালাহর
![সব জল্পনা কল্পনা শেষে লিভারপুলের সঙ্গে নতুন এক চুক্তি করলেন সালাহর](https://www.sportshour24.com/thum/article_images/2022/07/02/sala.jpg&w=315&h=195)
ফুটবল বিশ্বের অন্যতম ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য ক্লাব ছাড়ার তুমুল গুঞ্জনের মধ্যেই মোহাম্মদ সালাহ নতুন চুক্তি করে ফেললেন লিভারপুল ক্লাবের সঙ্গে। তাও এক-দুই বছরের জন্য নয়। লিভারপুলের ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী লম্বা সময়ের জন্য চুক্তিটি করা হয়েছে। তবে তা কত বছরের জন্য জানায়নি তারা।
তবে কয়েকটি গণমাধ্যম দাবি করছে, ৫ বছরের জন্য চুক্তিটা হয়েছে। অর্থ্যাৎ আগামী ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের জার্সিতে খেলবে মিশরীয় এই তারকা।
মৌসুম শেষ হওয়ার পর দলবদলের বাজারে যখন মোহাম্মদ সালাহর ক্লাব ছেড়ে দেয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছিল, লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কার কালো মেঘ জমেছিল, তখনই অল রেডদের পক্ষ থেকে নতুন চুক্তির ঘোষণা এলো।
তবে আবার কেউ কেউ দাবি করছেন, সালাহর সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে এখনও একটি বছর বাকি রয়েছে তার। পুরনো যে চুক্তি অলরেডদের সঙ্গে তিনি করেছিলেন, তার মেয়াদ শেষ হবে আগামী বছর (২০২৩ সালে)।
চুক্তি স্বাক্ষরের পর সালাহ বলেন, ‘আমি খুবই খুশি। এই ক্লাবের হয়ে যে সব শিরোপা জিতেছি সে সব নিয়েও আমি আনন্দিত। আমাদের সবার জন্যই এটা একটি সুখের দিন।’
চুক্তি সাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে কিছুটা বিলম্ব হয়েছে। যে কারণে গুঞ্জনের ডাল-পালা বিস্তার লাভ করেছে সবচেয়ে বেশি। এ নিয়ে সালাহ বলেন, ‘কিছুটা সময় নিতে হয়েছে আমাদেরকে। আমার নিজের চিন্তাও ছিল চুক্তি নবায়ন করার বিষয়ে। এখন তো সব কিছু হয়ে গেছে। এখন আমরা শুধু খেলার দিকেই মনযোগী হবো।’
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকে লিভারপুলের হয়ে ২৫৪ ম্যাচ খেলে ১৫৬টি গোল করেন তিনি।
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে ফেসবুকে পোষ্ট করলেন : আসিফ মাহমুদ
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- ১৪৪ ধারা জারি
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- দাম কমলো দুইটি জনপ্রিয় মোটরসাইকেলের
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- আবারও বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট