কাতার বিশ্বকাপে পাকিস্তান
সম্প্রতি বিশ্বকাপের বল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের শিয়ালকোট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি। তিনি জানিয়েছেন, শিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই কাতার বিশ্বকাপে খেলা হবে। এই বলের কারণে পাকিস্তানের এই শহরের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও মনে করেন তিনি।
শেখ জোহাইব রফিক শেঠি জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামে একটি প্রতিষ্ঠান এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে বল সরবরাহ করবে। পরিবেশ রক্ষার স্বার্থে বলে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।
ঐতিহ্যগতভাবে আগে বিশ্বকাপের বল তৈরির সময় হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ বিশ্বকাপ থেকে এই পদ্ধতি থেকে সরে এসেছে আয়োজক দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবারও সেই পথে হাঁটছে কাতার।
কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল আল রিহলা, আরবিতে যার অর্থ দাঁড়ায় ভ্রমণ। কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়েছে। বলটির সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম অ্যাডিডাস। সেই ১৯৭০ সালের আসর থেকে ফুটবল বিশ্বকাপে বল যোগান দিয়ে আসছে তারা।
ফিফা বলছে, বিশ্বকাপ ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে আল রিহলা। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যকে সামনে রেখেই বলটির নকশা করা হয়েছে। তথ্যগত বিশ্লেষণের পর অ্যাডিডাসের পরীক্ষাগারে পুঙ্খানুপুঙ্খভাবে এই বল পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে।
ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে এ নিয়ে সংগঠনটির মার্কেটিং বিভাগের পরিচালক জোঁ-ফ্রানকোইস পাথি বলেন, ‘দেখতে অসাধারণ, টেকসই ও উঁচু মানের এই বল অ্যাডিডাস দিচ্ছে। এই বল দিয়ে খেলোয়াড়রা কাতার বিশ্বকাপের মতো বড় মহাযজ্ঞে মাঠ মাতাবেন। পাশাপাশি বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের যে কোনো ফুটবলার চাইলেও এটি দিয়ে খেলা উপভোগ করতে পারবেন।’
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে ফেসবুকে পোষ্ট করলেন : আসিফ মাহমুদ
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- ১৪৪ ধারা জারি
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- দাম কমলো দুইটি জনপ্রিয় মোটরসাইকেলের
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- আবারও বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট