কাতার বিশ্বকাপ নিয়ে কঠোর আইন জারি কাতার প্রশাসনের
![কাতার বিশ্বকাপ নিয়ে কঠোর আইন জারি কাতার প্রশাসনের](https://www.sportshour24.com/thum/article_images/2022/06/21/sportshour24-6.jpg&w=315&h=195)
রাশিয়া, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে দেশ-বিদেশের দর্শকরাও মাঠে বসে খেলা উপভোগ করছেন। দেশ-বিদেশের ফুটবলপ্রেমীরা উদযাপন করতে পেরেছিলেন পার্কের বাইরে। তবে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেই সুযোগ থাকবে না কাতারের।
কাতারের রাষ্ট্রীয় আইন অনুযায়ী, বিশ্বকাপ দেখার সময় কেউ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে সাত বছরের কারাদণ্ড হতে পারে। অ্যালকোহল পার্টি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। এসবই কাতার পুলিশের খুব কড়া নজরে থাকবে বলে জানা যায়।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমে ডেইলি স্টারে পুলিশের এক সূত্র বলেছেন, ‘আপনি যদি স্বামী-স্ত্রী হিসেবে না আসেন, তাহলে আপনার জন্য শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। এই টুর্নামেন্টে ওয়ান নাইট স্ট্যান্ড (টাকার বিনিময় যৌন সম্পর্ক) একদমই করা যাবে না।’
সেই সূত্র আরও বলেছে, ‘এই বিশ্বকাপে তেমন পার্টিও করা যাবে না। সবাইকে এ বিষয়টি নিজেদের মাথায় রাখতে হবে। অন্যথায় নিজেদের জেলে দেখার প্রস্তুতিও নিতে হবে। এ বছরের বিশ্বকাপে প্রথমবারের মতো আবশ্যিকভাবে যৌন মিলন নিষিদ্ধ করা হবে। দর্শকদের প্রস্তুত থাকতে হবে।’
শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্কই নয়, কাতারে সমকামিতাও নিষিদ্ধ। তাই বিশ্বকাপে সমকামি বা রুপান্তরকামিদের স্বাগত জানাতে রাজি নয় কাতার প্রশাসন। এরই মধ্যে সমকামি বা রুপান্তরকামিদের কাছে হোটেল রুম ভাড়া দেওয়া থেকে বিরত রয়েছে তারা।
এবারের বিশ্বকাপে সমর্থকদের সতর্ক করে দেওয়া এক বিবৃতিতে কাতার ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক মানসুর আল আনসারি বলেছেন, ‘কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা নিয়ে আপনি আপনার মতাদর্শ যদি প্রকাশ করতে চান, তাহলে সেটা এমন জায়গায় দেখান, যেখানে এটা আইনসিদ্ধ।’
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুর হওয়ার পর ফেসবুকে পোস্ট দিলেন আজহারী
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে ফেসবুকে পোষ্ট করলেন : আসিফ মাহমুদ
- ১৪৪ ধারা জারি
- কঠিন সিদ্ধান্ত নিলো ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- আবারও বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট
- দাম কমলো দুইটি জনপ্রিয় মোটরসাইকেলের
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- ধানমণ্ডি ৩২-এ গরু নিয়ে আসা হলো